শুক্রবার ১৭ মে ২০২৪
Online Edition

ফারুকের লাশ নিয়ে বিক্ষোভ সমাবেশ

দৌলতপুর (কুষ্টিয়া) সংবাদদাতা: কুষ্টিয়ার দৌলতপুরের চিলমারীর চরে প্রতিপক্ষের হামলা ও অগ্নিসংযোগে অগ্নিদগ্ধ হয়ে নিহত ফারুক মন্ডলের লাশ নিয়ে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। গত শুক্রবার সকাল সাড়ে ১০টায় উপজেলার চিলমারীর চর বাজারে এলাকার শত শত নারী পুরুষ ফারুক মন্ডলের কফিনবন্দী লাশ নিয়ে ব্যানার ফেস্টুন হাতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ এবং মানববন্ধন করে। এসময় তারা শিকদার ও খা পক্ষের হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। মানববন্ধন শেষে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন চিলমারী ইউনিয় পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল মান্নান, কুষ্টিয়া জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ড. মোফাজ্জেল হক, ইকবাল হোসেন বিএসসি ও সাবেক ইউপি সদস্য নুরুজ্জামানসহ নিহতের স্বজনরা। পরে বেলা ১১টায় জানাযা শেষে মন্ডলপাড়া কবরস্থানে ফারুক মন্ডলের দাফন সম্পন্ন করা হয়।

অনলাইন আপডেট

আর্কাইভ